ডার্ক সার্কেল ত্বকের নানা সমস্যার মধ্যে অন্যতম। এই সমস্যা হবার কারণ মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন এক্সপোজার এবং ঘুমের অভাব।
প্রাত্যহিক বা সাধারণ জীবনযাত্রার পরিবর্তন যেমন- বেশি ঘুম, হাইড্রেটেড থাকা এবং চোখ না ঘষার অভ্যাস ডার্ক সার্কেল মোকাবিলায় অনেক সময় সাহায্য করতে পারে।
কিছু ঘরোয়া প্রতিকারও রয়েছে যা কার্যকরী।
ঠান্ডা সেঁক দেওয়া: সকালে বা সন্ধ্যায় শসার টুকরো বা রস দিয়ে ১০ মিনিটের জন্য বা দিনে দু’বার এই ঠান্ডা সেঁক দিন। এতে ত্বক উজ্জ্বল হয়। কোল্ড গ্রিন টি ব্যাগে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য পাবেন।
টমেটো ব্যবহার: টমেটো লাইকোপেনের সমৃদ্ধ উত্স, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্য, দৃষ্টি এবং ত্বকের জন্য দুর্দান্ত একটি উপাদান। লেবুর রসের সঙ্গে সম পরিমাণ টমেটো রস মেশান এবং তুলো দিয়ে লাগান।
আলুর রস: আলুর রস তুলায় ভিজিয়ে চোখের উপর দশ মিনিটের জন্য রাখুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তেল ম্যাসাজ: তেল দিয়ে চোখের নিচের অংশে ম্যাসাজ করলে সমস্যাটির সমাধান হতে পারে।