Download WordPress Themes, Happy Birthday Wishes
Home » বিনোদন » বলিউড » অবশেষে জানা গেলো বিরুস্কার মেয়ের নাম
https://lifestylecampus24.com/

অবশেষে জানা গেলো বিরুস্কার মেয়ের নাম

এক মাস হতে চলল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির প্রথম কন্যা সন্তানের বয়স। এই তারকা দম্পতির সন্তানকে নিয়ে নেটিজেনদের যেন আগ্রহের কমতি নেই।

জন্মের তিন সপ্তাহ পর বিরাট-আনুশকা তাদের একমাত্র সন্তানের নাম জানিয়েছেন। তারা তাদের মেয়ের নাম রেখেছেন বামিকা। বাবা ও মায়ের নামের সঙ্গে মিলিয়ে নামটি রাখা হয়েছে। নাম জানানোর সঙ্গে মেয়েকে কোলে নিয়ে ছবি তুলে সেটাও শেয়ার করেছেন তারা। এটিই মেয়ের সঙ্গে তোলা তাদের প্রথম প্রকাশিত ছবি।

ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, আমরা একসঙ্গে ভালোবাসা ও সম্মান নিয়ে বসবাস করছি; কিন্তু এই যে ছোট্ট বামিকা আমাদের মাঝে নতুন একটি মাত্রা যোগ করে দিলো।

গেল বছরের আগস্টে প্রথমবার সন্তান আগমনের খবর জানান কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা। এর আগে ২০১৭ সালে ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে আসে প্রথম সন্তান।

Comments

comments

x

আপনার জন্য নির্বাচিত পোস্ট

ট্রেন মিস করলেন মেহজাবীন?

আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনো রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ...

error: Content is protected !!