ফজলুর রহমান বাবুর সঙ্গে গাইলেন সালমা

দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু সময় সুযোগ বুঝে গানেও কণ্ঠ দিয়ে থাকেন। তবে এর আগে গায়িকার সালমার সঙ্গে কখনো কণ্ঠ দেননি তিনি। এবারই প্রথম তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কন্ঠ দিলেন।

‘সখি’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। শুক্রবার রাতে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ফজলুর রহমান বাবু গানটি প্রসঙ্গে বলেন, ‘শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান এটি।’

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!