ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়

অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। যা বলতে মন চায় সেটা অবলীলায় বলে ফেলেন। এতে কার কী গেল-এলো তা নিয়ে থোড়াই কেয়ার।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তালাকপ্রাপ্ত নারী ও তাদের নিয়ে আশেপাশের লোকদের ভাবনা বিষয়ক কিছু কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন, যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা ‘সহজলভ্য’।”

ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। এতে কারো মান কমে যায় না। ফারিয়ার কথায়, ‘না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার বিবাহবিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে।’

ফারিয়ার ফেসবুক পোস্ট:

কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!