Download WordPress Themes, Happy Birthday Wishes
Home » বিনোদন » টেলিভিশন » নতুন সিনেমায় মোশাররফ করিম

নতুন সিনেমায় মোশাররফ করিম

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নন্দিত তারকা মোশাররফ করিম। সিনেমার নাম ‘মুখোশ’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি এবং তার বিপরীতে থাকবেন রোশান।

ছবিতে অভিনয়র জন্য গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, গতকাল মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করবেন।

জানা যায়, এই ছবিতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের ও ফারুখ আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার চরিত্রের নাম শাহ নেওয়াজ, পেশায় একজন প্রভাবশালী প্রযোজক। আর ফারুখ আহমেদকে দেখা যাবে পরিচালকের ভুমিকায়।

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মতা। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে হবে দৃশ্যধারণ।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মুখোশ’ সিনেমাটি। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

Comments

comments

x

আপনার জন্য নির্বাচিত পোস্ট

ব্যবসায়ী বন্ধুকে বিয়ে করলেন দিয়া মির্জা

আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার ব্যবসায়ী বন্ধু বৈভবের সঙ্গে মালাবদল করেন ...

error: Content is protected !!