https://lifestylecampus24.com

পরীমনির স্বামী তারিক আনাম খান!

পরীমনির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম অন্তরালে তে পরীমনির বিপরীতের দেখা যাবে তাকে। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।

চয়নিকা বলেন, ‘খুন অনেক রকম হতে পারে। স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে খুন মানেই রক্তপাত ও জীবনের শেষ। কিন্তু মনস্তাত্তিক খুনও কিন্তু হয়। যার মাধ্যমে খুন হতে পারে একটি পরিবারে মানুষের সম্পর্ক। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’

পরীমনি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘সেটা আসলে দর্শকরা পর্দায় দেখবেন। এটা এখনই বলা ঠিক হবে না। মূলত গল্পের প্রয়োজনেই বয়সের পার্থক্যটা রাখা।’

অভিনেতা তারিক আনাম খান ওয়েব ফিল্মটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চয়নিকার সঙ্গে আগেও কাজ হয়েছে। পান্থ শাহরিয়ার এই ওয়েব ফিল্মের গল্পকার; সেও আমার অনেক দিনের পরিচিত। টিম এবং গল্প ভালো মনে হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।’

পরীমনির স্বামী তারিক আনাম খান!
নির্মাতা চয়নিকা চৌধুরী (ওপরে) ও চিত্রনায়িকা পরীমনি। 

চয়নিকা চৌধুরী বলেনে, ‘পরীমনি ভালো অভিনেত্রী। দেখতে সুন্দর। তার চেয়েও বড় কথা হলো সে একজন ভালো মানুষ। আমাদের মধ্যে অন্যরকম সম্মানের সম্পর্ক। যেহেতু আমাদের মধ্যে এত আন্তরিকতা, তাই ধারণা করছি কাজটা আরও ভালো করে করতে পারব।’

চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। অন্তরালে ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনও জানাননি পরিচালক।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!