২০২১-এর শুরুতেই ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। অপূর্ব ও মেহজাবীন অভিনীত এই নাটকটি প্রকাশের তিন দিনেই ২ মিলিয়ন ভিউ পার করেছে। দর্শক মহলে প্রশংসিত হচ্ছে নাটকটি। এত কম সময়ে মিলিয়ন ভিউয়ের মাইলফলক বাংলা নাটকের জন্য বেশ প্রশংসনীয়।
নাটকটি ইউটিউবে অবমুক্ত করার পর দর্শকরা ইতিবাচক মন্তব্য করছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অর্থাৎ ১ নাম্বারে। ইউটিউবের মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে নানারকম প্রশংসামূলক মন্তব্য।
এই বিষয়ে নির্মাতা বলেন, নাটকটি সবার কাছে ভালো লাগছে, এখানেই তৃপ্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসা দেখছি। এত অল্প সময়ে ২ মিলিয়ন ভিউ, সত্যি বড় ব্যাপার। কাজটি করার সময়ও ভাবিনি যে এতো বেশি দর্শক সাড়া পাবো! একজন নির্মাতার কাছে এটিই সত্যিই অনেক আনন্দের।
মহিদুল মহিম পরিচালিত নাটকটিতে অপূর্ব ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, নাজিয়া রিজভী, শিল্পী সরকার অপু প্রমুখ।