টিকটকের নতুন প্রধান নির্বাহী হলেন শাও জি

অবশেষে আট মাস পর স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ।  সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শাও জি চিউ টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন। রয়টার্স জানিয়েছে, টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

বাইটড্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, এই কোম্পানি ও শিল্পের বিষয়ে শাওয়ের গভীর জ্ঞান রয়েছে। প্রযুক্তিখাতে দশক ধরে কাজ করেছেন তিনি। তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে এবং তিনি করপোরেট কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন অন্তর্বর্তীকালীন প্রধান ভ্যানেসা পাপ্পাস। গত বছর টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন ভ্যানেসা পাপ্পাস।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!