একসঙ্গে পাঁচটি অ্যাকাউন্ট লগইন করার সুবিধা আনছে ফেসবুক

একসঙ্গে পাঁচটি অ্যাকাউন্ট লগইন করার সুবিধা আনছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এমনটিই জানিয়েছে। এতদিন ফেসবুকে শুধুমাত্র একটি প্রোফাইল ব্যবহার করা যেত।

মেটা জানিয়েছে, অনেক ফেসবুক ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে তাদের লগ-ইন করায় সমস্যা হয়। এ কারণে নতুন ফিচারটি আনা হয়েছে।

নতুন ফিচারটি সম্পর্কে মেটা আরও বলেছে, যেকোনো ব্যবহারকারী একসঙ্গে পাঁচটি প্রোফাইল লিংক করতে পারবেন। ফলে একাধিক অ্যাকাউন্ট চালনা আরও সহজ হবে।

এদিকে ফেসবুক জানিয়েছে, একটি প্রোফাইলের সঙ্গে অন্য প্রোফাইল লিংক করলেও প্রোফাইলের ভিতরে কোনো পরিবর্তন করা হবে না। ফেসবুক নিজেও এক্ষেত্রে কোনো পরিবর্তন করবে না।

যাদের একাধিক প্রোফাইল লিংক করা থাকবে তাদের ডিসপ্লে নেম এর জায়গায় নিজের আসল নাম নাও রাখতে পারেন। এ ক্ষেত্রে, এমন নাম রাখত হবে যাতে ফেসবুক এর কমিউনিটি গাইডলাইন ভায়লেন্স না হয়।

তবে যে প্রোফাইলগুলো লিংক করা হবে এরমধ্যে কোনো প্রোফাইল যদি গাইডলাইন ভঙ্গ করে তাহলে ওই অ্যাকাউন্টের লিংক থাকা বাকি প্রোফাইলগুলোর ওপরেও প্রভাব পড়বে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!