https://lifestylecampus24.com/

ব্রডব্যান্ড ইন্টারনেটে আসছে ‘এক দেশ এক রেট’

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আনার কথা ভাবছে সরকার। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শীঘ্রই এটি হতে পারে।

অনেক আগে থেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামেও সহজলভ্য করার কথা বলে আসছিলেন সরকারের সংশ্লিষ্টরা। ২০১৯ সালের ১২ মার্চ ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে।

প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না। ইন্টারনেট সহজলভ্য করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!